• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ওসমানীতে অজ্ঞাত পরিচয় রোগীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫
ওসমানীতে অজ্ঞাত পরিচয় রোগীর মৃত্যু, স্বজনদের খুঁজছে পুলিশ

সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় এক রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার স্বজনদের খুঁজছে পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৭নং ওয়ার্ডে জটিল শারীরিক সমস্যা নিয়ে এক ব্যক্তি ভর্তি হন। এসময় শ্রীমঙ্গল থোকে আসা একজন লোক তার সাথে ছিলেন।

প্রায় এক সপ্তাহ পর ২৬ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

তার বয়স হবে আনুমানিক ২৫ বছর। লাশের ময়না তদন্ত শেষে ওসমানী মেডিক্যালের হিমঘরে রাখা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং ২৩৮০/২৬/০৪/২৫) দায়ের করা হয়েছে।

মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সম্প্রতি জটিল রোগে আক্রান্ত এ বয়সের কেউ নিখোঁজ হয়ে থাকলে স্বজনদের কোতোয়ালী মডেল থানার এস আই রূপক সরকারের সাথে 01712927748 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।