• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

তরঙ্গ সমাজ কল্যান সমাজের কল্যাণের কাজ করে যাচ্ছে: আব্দুন নাসের খান

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৫
তরঙ্গ সমাজ কল্যান সমাজের কল্যাণের কাজ করে যাচ্ছে: আব্দুন নাসের খান

তরঙ্গের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি কর্মপন্থা কে সাধুবাদ জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান বলেন তরঙ্গ সমাজ কল্যান সমাজের কল্যাণের কাজ করে যাচ্ছে বৃটিশ ভারত থেকে বাংলাদেশের প্রথম সময়কালে সিভিল ব্যুরোক্রসিতে সিলেটের একটা প্রাধান্য ছিল। আমলাতন্ত্র ছাড়াও রাষ্ট্রের শীর্ষ পদগুলোতে সিলেটিদের একচ্ছত্র আধিপত্য। কিন্ত সাম্প্রতিক কালে সিলেটীদের সেই অবস্থান আর নেই। তার মুল কারন হচ্ছে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের পিছিয়ে থাকা। তাছাড়া প্রবাসে মানব সম্পদ রপ্তানী ক্ষেত্রে ও অদক্ষ শ্রমিক দুঃখজনক। এক্ষেত্রে তরঙ্গের মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা শিক্ষার্থীরা অনুপ্রানীত হবে তাছাড়া তরঙ্গের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি কর্মপন্থা কে সাধুবাদ জানিয়াছেন তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী ও সুধী সংযোগ অনুষ্ঠআনের প্রধান অতিথি তরঙ্গের সম্মানিত উপদেষ্টা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় অতিরিক্ত সচিব জনাব, আব্দুন নাসের খান।

শনিবার (২৬ এপ্রিল) হোটেল নুরজাহান গ্র্যান্ড (হলরুম) দরগা গেইট, সিলেটে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রমানের বারেকের সভাপতিত্বে ও মহিলা সম্পাদক রেহানা আফরোজ খানের সঞ্চালনায় তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার ঈদ পুনমিলনী ও সুধী সংযোগ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটিতে মেধাবী শিক্ষার্থী সম্বর্ধনা, নবীন প্রজন্মের ভাবনায় বাংলাদেশ আলোচনা ও তরঙ্গের ভবিষ্যৎ পরিকল্পনা দক্ষতা বৃদ্ধি কর্মপথা উপস্থাপনা করা হয়।

এ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত উপদেষ্টা ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনাব আবদুন নাসের খান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে এমএজি ওসমানী মেডিকেন কলেজের অধ্যক্ষ ডা: জিয়াউর রহমান চৌধুরী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালেয় সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা চৌধুরী ।

এছাড়া অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক আব্দুল রকিব, অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার রওশন আরা চৌধুরী, সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহামদ সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, সিলেট অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, তরঙ্গের উপদেষ্টা ছাদ উদ্দিন আহমদ ও উপদেষ্টা জোবায়ের আহমদ চৌধুরী,উদয় সমাজ কল্যান সংস্থা সিলেট সভাপতি সজিবুর রহমান রুবেল।

এছাড়াও বক্তব্য প্রদান করেন কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ডা: মো:আব্দুল হাফিজ শাফী, যুগ্ন সাধারণ সম্পাদক আহমদ হোসেন মিজান, সাংগঠনিক সম্পাদক মো: লুৎফুর রহমান খান মোছাদ্দিক, কোষাধ্যক্ষ রাহাত খান রাছি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মুসা, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমদ সাদ রিজভী, প্রচার সম্পাদক শহীদুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক মুরাদ খান নাহিদ,ধর্ম বিষয়ক সম্পাদক মো ছদরুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আমান খান কয়েছ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক লাহিন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক সৈয়দ আজিম হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইব্রাহিম খান রাকিব, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন খান ইমাদ, মহিলা বিষয়ক সম্পাদক রেহেনা আফরোজ খান, সহ মহিলা বিষয়ক সম্পাদক আদিবা জান্নাত খান তুষি।

কার্যকরী সদস্য মিনহার হোসেন মিনার,আব্দুল জলিল শাহীন আহমেদ, হাফিজ মোঃ আনোয়ার হোসেন, আলী মোজতবা সাজু, মোঃ ইকবাল হোসেন রুহেল,জুবায়ের খান, সৈয়দ শহীদ হোসেন সাবু, সৈয়দ সোলেমান হুসেন, নাসরিন আক্তার, শেখ সিয়াম আহমদ রনি, আবু হুরাইয়া খান নাজিম, আকিব আহমেদ, আরশাদ নাজীর খান।