সেবারদূত সামাজিক সংগঠনের ২০২৫-২০২৭ সেশনের কার্যকরী কমিটি মঙ্গলবার পুনর্গঠন গঠন করা হয়েছে। সংগঠনের পরিচালনা পরিষদে রয়েছেন প্রতিষ্ঠাতা ও পরিচালক আকতার হোসেন চৌধুরী, জান্নাতি আহমদ রিফানা ও তাহিয়া আনজুম রিমু। পরিচালক দুবাই প্রবাসী আব্দুর রহিম। পরিচালক (অর্থ) মোহাম্মদ ইমন।
অনলাইনে সংগঠনটির পরিচালকবৃন্দের পরামর্শক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আরাফাত হুসাইন রবিন এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহমান মোনায়েম, সহ-সভাপতি হয়েছেন আল-আমিন আহমেদ মুন্না। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাকির আহমেদ, সহ-সাধারন সম্পাদক হাফিজুর সাদিক। সাংগঠনিক সম্পাদক বিষ্ণু পদ চন্দ। সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হাসান, অর্থ সম্পাদক মোঃ আহসান হাবীব, সহ-অর্থ সম্পাদক আহমদ আর রাহিম। প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ ফখরুল আমিন। ধর্ম বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম। দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক মোঃ রায়েল আহমেদ। কার্যকরী সদস্য লিমন চন্দ্র রাউৎ, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হোসেন নাহিদ।
“পরোপকারই পরম ধর্ম” এই স্লোগানকে ধারণ করে মে ২০২৫ সাল থেকে এ কমিটি সংগঠনের সার্বিক কর্মকান্ড চালিয়ে যাবে। সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে ও মানবতার কল্যাণে “সেবারদূত সামজিক সংগঠন” বিশেষ ভুমিকা রাখবে বলে নব নির্বাচিত সদস্যবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302