• ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে মিছিল ও সমাবেশ

admin
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২৫
আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে মিছিল ও সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন এবং সংগঠনের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে আসছেন আগামী ৩ মে আসছেন সিলেটে। তাদের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সিলেট জেলা জজ আদালত প্রাঙ্গনে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের উদ্যোগে আয়োজিত মিছিলটি আদালত প্রাঙ্গন পদক্ষিন করে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সম্মুখে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের দুইবারের সাবেক সভাপতি ও আইনজীবী সমিতির দুইবারের সাবেক সভাপতি আইনজীবী এটিএম ফয়েজ উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পাবলিক প্রসিকিউটর এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা আইনজীবী মুজিবুর রহমান মুজিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতা আইনজীবী খালেদ জুবায়ের, আইনজীবী ইকবাল আহমদ, আইনজীবী ফখরুল হকসহ শতাধিক আইনজীবীবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট আগমনে শুভেচ্ছা-অভিনন্দন ও স্বাগতম জানান।