• ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জিলকদ, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে অটোরিক্সা মালিক ও শ্রমিক কল্যান সংস্থার র্যালী

admin
প্রকাশিত মে ১, ২০২৫
জামালগঞ্জে অটোরিক্সা মালিক ও শ্রমিক কল্যান সংস্থার র্যালী

হাবিব রহমান, জামালগঞ্জ থেকে
জামালগঞ্জে অটো রিক্সা মালিক ও শ্রমিক কল্যান সংস্থার র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামালগঞ্জ রিভারভিউ পার্কে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন,জামালগঞ্জ অটো রিক্সা মালিক ও শ্রমিক কল্যান সংস্থার উপদেষ্টা শামীম আহমেদ, অটো রিক্সা মালিক ও শ্রমিক কল্যান সংস্থার সভাপতি শিপন সরকার, সাধারণ সম্পাদক এবাদুর রহমান, কোষাধ্যক্ষ জামির হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আমরা শ্রমিকদের ন্যায্য পাওনা এখনো পাইনা। পহেলা মে শুধু কাগজে কলমে পালন করলে হবেনা। এটি বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্যের সাথে সামন্জস্য রেখে নূন্যতম ৩০ হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করার ব্যবস্থা করতে হবে।