• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

সওজ নির্বাহী প্রকৌশলী বরাবরে লন্ডনী রোড এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

admin
প্রকাশিত মে ৪, ২০২৫
সওজ নির্বাহী প্রকৌশলী বরাবরে লন্ডনী রোড এলাকাবাসীর স্মারকলিপি প্রদান

সওজ এর উদ্যোগে নগরীর পাঠানটুলায় নতুন ইন্টার সেকশন করার ফলে লন্ডনী রোড আবাসিক এলাকার প্রবেশ পথ বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে লন্ডনী রোড এলাকাবাসীর পক্ষ থেকে সওজ নির্বাহী পরিচালক আমির হোসেন এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (৪ মে) সকালে সওজ চৌহাট্রা কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয় পাঠানটুলায় নতুন ইন্টার সেকশনের ফলে যদি লন্ডনী রোডের প্রবেশ মুখ বন্ধ করা হয় তাতে মেইন রোডের দক্ষিণ পাশের বসবাসরত পাড়া/মহল্লার হাজার হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে জনদুর্ভোগ বেড়ে যাবে এবং উল্টো পথে যানবাহন চলাচল করবে এতে সড়ক দুর্ঘটনা ঘটবে। তাছাড়া রোগী ও স্কুল/কলেজগামী ছাত্রছাত্রীরা যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের মধ্যে পড়বে।সওজ এই উদ্দ্যেগকে অমানবিক ও অযৌক্তিক বলে বলা হয়। স্মারকলিপিতে বলা হয় সওজ যদি তাদের এই সিদ্ধান্ত থেকে ফিরে না আসেন তাহলে অত্র এলাকার জনগণ পরবর্তীতে কঠিন কর্মসূচী গ্রহন করতে বাধ্য হবেন।

এসময় উপস্থিত ছিলেন লন্ডনী রোড জামে মসজিদের মোতাওল্লী মাহবুব সোবহানী, সেক্রেটারি আব্দুল্লাহ আল হারুন রাজু, কোষাধ্যক্ষ এডভোকেট মোহাম্মদ আব্দুল আলীম পাঠান, সদস্য বদরুল ইসলাম, অগ্রনী তরুণ সংঘের সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সভাপতি ফয়ছল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক মো: হাবিব আহমদ, দপ্তর সম্পাদক জাহেদুর আলম রাফি, সদস্য আব্দুল মালিক বাবলু, অফিস সহকারী ইমরান আহমদ প্রমুখ।