শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মুফতি শামীম মজুমদার বলেছেন, বর্তমান বিশ্বে মুসলমানরা চতুর্মুখী ভয়াবহ সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আমাদের বর্তমান ও নতুন প্রজন্মকে সভ্যতা ও সংস্কৃতিগতভাবে বিপথগামী করার চেষ্টা করা হচ্ছে। তাদের মন মস্তিষ্কে ইসলাম বিরোধী ধ্যান ধারণা ও ইসলাম বিরোধী আকিদা বিশ্বাসের বীজ বপন করা হচ্ছে। এছাড়া নতুন প্রজন্মকে ইসলাম বিরোধী ভূমিকায় অবতীর্ণ করা হচ্ছে। ফিলিস্তিন, কাশ্মীর শুভ বিশ্বের নানা প্রান্তে মুসলমানরা চরমভাবে নির্যাতিত কোন নিষ্পেষিত হচ্ছেন। তাদের পাশে দাঁড়ানোর মত কোন শক্তি নেই। চতুর্মুখী এ সংকট থেকে উত্তরণের জন্য আমাদের নিজেদের আত্ম গঠনের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সংকট মোকাবিলায় নানাবিধ মতানৈক্য ও মতপার্থক্যের বেড়াজাল ছিন্ন করে শুধুমাত্র ইসলামের বিজয়ের লক্ষ্যে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহর দ্বীন নিজেদের ব্যক্তি জীবনে পূর্ণাঙ্গরূপে মানার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে দ্বীনকে পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও কাশ্মীর সমস্যার সমাধানে বিশ্ব মুসলিম দেশ ও সংস্থাগুলোকে অবিলম্বে সম্মিলিতভাবে কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যতায় একে একে সকল মুসলিম দেশই আক্রান্ত হয়ে নিজেদের স্বকীয়তা ও স্বাধীনতা হারাবে।
শুক্রবার (৯ মে) শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট নগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে 'একুশ শতাধিতে মুসলিম উম্মাহ সংকট নিরসন ও সম্ভাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জামিয়া কাসিমুল উলুম হযরত শাহজালাল রহ. মাদ্রাসা সিলেটের শায়খুল হাদিস শায়খ মাহমুদ হোসাইনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। মূল প্রবন্ধ পাঠ করেন দৈনিক আমার দেশের সাহিত্য সম্পাদক মুহিম মাহফুজ। আলোচনা পেশ করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সিলেটের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দরগা জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আসজদ আহমদ, জামিয়া দারুল হুদা সিলেটের নাইবে মুহতামিম ও মুহাদ্দিস মাওলানা কারী সিরাজুল ইসলাম, হযরত শাহজালাল দারসুন্নাহ ইয়াকবিয়া কামিল মাদ্রাসা সুবহানিঘাট সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, মারকাজুল উলুম লন্ডনের পরিচালক ড. মাওলানা শোয়াইব আহমদ, কাজিরবাজার মাদ্রাসা সিলেটের মুহাদ্দিস শাহ মমশাদ আহমদ, আম্বরখানা কেন্দ্রীয় স্ত্রী জিয়াউর রহমানকে জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী হারুনুর রশিদ, ফজলুল উলুম মাদ্রাসা পীরের বাজারের মুহতামিম মুফতি সাঈদ আহমদ জৈন্তাপুরী, মাদ্রাসাতুল সাহাবা রা. সিলেটের নায়েবে মুহতামিম মাওলানা মুফতি হাসান মাহমুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মহাসচিব মাওলানা শাহ নজরুল ইসলাম, জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের শায়খুল হাদিস শায়খ বদর উদ্দিন বিন ইসহাক আল মাদানী, খরিলহাট মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা শরিফ উদ্দিন বড়বন্দি, বিশিষ্ট সমাজসেবক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, কানাইঘাট উপজেলার প্রপার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী।
সেমিনার পরিচালনা করেন শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ সিলেটের সভাপতি হাফেজ মাওলানা কারী বদরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মুফতি জামিল আহমদ মাসরুর ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল্লাহ শরীফ। নাশিদ পরিবেশন করেন স্যার গোলাম মাহমুদ, ফয়েজ আহমেদ শাহরুখ, আমান উল্লাহ, আরিফ বিল্লাহ, মিফতাহুল ইসলাম, আহমাদ আব্দুল্লাহ, আব্দুল করিম দিলদার, মাহফুজুর রহমান মারুফ, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। সেমিনারে সিলেটের আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302