• ২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাওনের মৃত্যুতে খান জামালের শোক

admin
প্রকাশিত মে ১০, ২০২৫
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাওনের মৃত্যুতে খান জামালের শোক

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক, দলের দুঃসময়ের পরিক্ষিত নেতৃত্ব মাহবুবুর রহমান শাওন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল।

আজ এক শোকবার্তায় তিনি বলেন ছাত্রদল নেতা মাহবুবুর রহমান শাওন এর মৃত্যুতে দল ও তার পরিবারের যে ক্ষতি হয়েছে তা পুরন হবার নয়। শাওন একজন দেশপ্রেমিক, দলপ্রেমিক ও সাচ্চা ঈমানদার সংগঠক ছিলো। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে রাজপথে গুলিবিদ্ধ হয়েছে, ফেরারি জীবন যাপন করছে কিন্তু আদর্শচুত্য হয়নি। শোকবার্তায় আব্দুল আহাদ খান জামাল বলেন শাওনের সাথে ব্যক্তিগত সুখ দুঃখের অনেক স্মৃতি এখন ভীষণ পীড়া দিচ্ছে।

শোকবার্তায় তিনি মরহুম মাহবুবুর রহমান শাওন এর আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান।