বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে এক কর্মীসভা রবিবার (১১ মে) সন্ধ্যা ৭টায় খান চা বাগানে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের নেতা উপেন রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় উপদেষ্টা উজ্জ্বল রায় ও আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের জেলা আহবায়ক বীরেন সিং, চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা নেতা শীপন পাল, রতন বাউরি, সুমি রায়, নিখিল দাস, হৃদয় দাস প্রমূখ।
কর্মীসভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাগান মালিকদের প্রতারণা-বঞ্চনা-শোষণের বিরুদ্ধে গড়ে উঠা ঐতিহাসিক "মুল্লুক চলো" আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটে ১৯২১ সালে ২০ মে। ইতিহাসে যুক্ত হয় মালিকশ্রেণী কর্তৃক শ্রমজীবী মানুষকে পৈশাচিকভাবে হত্যার একটি ঘৃণতম ঘটনা। বক্তারা চা শ্রমিকদের ঐতিহাসিক দিনটিকে চা শ্রমিকদের মুক্তির আন্দোলনে 'চা শ্রমিক দিবস' হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্ববেতনে ছুটি ঘোষণার আহ্বান জানান।
কর্মীসভায় বক্তারা বলেন, ব্রিটিশ-পাকিস্তানিদের তাড়িয়ে দিয়ে স্বাধীনতার ৫৪বছর পরও চা শ্রমিকদের বঞ্চনার পরিসমাপ্তি হয়নি। শিক্ষা - চিকিৎসার ন্যূনতম আয়োজন নেই, নেই ভূমির মালিকানা।
বক্তারা ২০ মে চা শ্রমিক দিবস হিসেবে বাগানে বাগানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ২৩ মে মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে মতবিনিময় সভা ও ২৫ মে শ্রীমঙ্গলে চা শ্রমিক কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302