জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলাকারী এবং মামলার আসামি যুবলীগ নেতা এখন বিএনপির লেবাসে পরিবহণ নেতা । বিএনপি নেতা শিমুল বিশ্বাস ও বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম যুবলীগ নেতাকে বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দ ।
বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির নাম প্রকাশে অনিচ্ছুক নেতৃবৃন্দ জানান, গত শনিবার (১১ মে) বেলা ১১টায় রাজধানীর হোটেল পূর্বাণী হল রোম মতিঝিলে, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হয় ফ্যাসিবাদের দোসর ও পরিবহন সেক্টরের বির্তকিত পলাতক এনায়েত উল্লার মনোনীত কমিটির ও সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জেলা যুবলীগ নেতা জুবায়ের আহমদকে।
নেতারা জানান, জুবায়ের ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে ছাত্র-জনতার উপর হামলা করে অনেককে আহত করেছে। যার ফলে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা জি.আর মামলা নং-১৫৫/২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪১/৫০৬ দন্ডবিধি।উক্ত যুবলীগ নেতা জুবায়ের আহমদ মামলার এজাহারে ৪০ নং আসামী।
পরিবহন নেতারা জানা, সারাদেশে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন যখন নিষিদ্ধ হলো, ঠিক ১২ ঘন্টার মধ্যে যুবলীগ নেতা পুনর্বাসন করলো সড়ক পরিহণ মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম। তারা বলেন, সিলেট জেলা যুবলীগ নেতা ও স্বৈরাচারের দোসর এবং ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে হামলার ঘটনায় কয়েকটি মামলার আসামী ও পরিবহণ সেক্টরের এনায়েত উল্লার বিশ্বস্থ সহচর, এনা গাড়ি ছাত্র-জনতার হাত থেকে রক্ষা করতে জুবায়ের সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ সড়ক পরিহণ মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল আলম ও বিএনপি নেতা শিমুল বিশ্বাসকে ভূলতথ্য দিয়ে ও ভুল বুঝিয়ে বিএনপি নেতা সেজে পরিবহন সেক্টরে আধিপত্য বিস্তার করছে। ফলে ট্রাক মালিক শ্রমিক সংগঠনগুলো মধ্যে বিরুপ প্রতিক্রিয়া ও উত্তেজনা দেখা দিয়েছে।
জানা গেছে, এনায়েত উল্লার এনা গাড়ি ১৯০টি জব্দ করার নির্দেশ দিলে সড়ক পরিহন মালিক সমিতির সাইফুল আলম ও বাতেন বেশ কয়েকটি গাড়ি কিনেছেন। তারা সিলেট-ঢাকা মহা সড়কে “বিলাস” গাড়ি নামে চালাচ্ছেন এগুলো । আর জুবায়ের-পলাশ গং সেই গাড়ি চালানোর দায়িত্ব নিয়েছে।
সচেতন ট্রাক শ্রমিক নামক ফেইসবুকের একটি পেইজে উল্লেখ করা হয়েছে, আওয়ামীলীগের দুসর, যুবলীগ নেতা, ছাত্র-জনতার মামলার আসামীকে বিএনপি ৫ লাখ টাকার বিনিময়ে কিভাবে পদ দিলো। এনায়েতের কমিটি টাকার বিনিময়ে কিভাবে বহাল রাখে সেই সাইফুল আলম। এবার সিলেট থেকে সাইফুল-বাতেন এর বিলাস গাড়ি বৈকট করুন। ছাত্র-জনতা জেগে উঠুন বলে ওই পেইজে আহ্বান করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302