জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মহাপরিচালক আল্লামা শায়খ জিয়া উদ্দিন বলেছেন, মারকাযুল হিকমাহ সিলেট অদূর ভবিষ্যতে আধ্যাত্মিক রাজধানী সিলেটের আপামর মুসলমানদের ঈমান-আক্বিদাহ রক্ষার দূর্গ হিসাবে ভূমিকা পালন করবে।
বুধবার (১৪ মে) বাদ যোহর সিলেট নগরীর মিরাপাড়া টিলাগড়স্থ ব্লক ডি'র ৪নম্বর রোডে অবস্থিত মারকাযুল হিকমাহ সিলেট এর নতুন ভূমি খরিদ ও রেজিস্ট্রার উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদরাসার মুহতামিম মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও মাওলানা আখতারুজ্জামান তালুকদার এর সঞ্চালনায় মাহফিলে বয়ান রাখেন জামেয়া কাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. এর শায়খুল হাদীস আল্লামা মাহমুদ হোসাইন, সাবেক শায়খুল হাদীস ও বর্তমান সিনিয়র মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, শিক্ষাসচিব মাওলানা আতাউল হক জালালাবাদী।
মাহফিলে শায়খ জিয়া উদ্দিন এর নামানুসারে 'আয জিয়া ছাত্র সংসদ' এর নাম ঘোষণা করেন মারকাযুল হিকমাহ সিলেট এর মুহতামিম মাওলানা জসিম উদ্দিন।
মাহফিলে তারানা পরিবেশন করেন হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়া করিমিয়া সিলেটের মুহতামিম মাওলানা খলিলুর রহমান, মারকাযুল হিকমাহ সিলেটের নাইবে মুহতামিম হাফিজ জাকারিয়া আহমদ, মাওলানা খলিলুর রহমান বড়লেখা, মাওলানা আসসারুল হক দেউলগ্রামী, মিরাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল করিম, মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, হাজী তারা মিয়া, বিশিষ্ট মুরব্বী ফটিক মিয়া, ফেছন মিয়া, ফাহাদ আহমদ, খলিলুর রহমান, রিপন আহমদ, মাওলানা জাহিদ আহমদ, মারকাযুল হিকমাহ সিলেটের শিক্ষক মাওলানা আব্দুর রহমান, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, মাওলানা এনামুল হক, মাওলানা দিলওয়ার বিন শফিকসহ অত্র এলাকার মুরব্বি, যুব সমাজ।
মাহফিলের একপর্যায়ে ভূমিদাতা, আর্থিক পৃষ্টপোষকতাকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302