বিদেশে বসে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১২ মে) ফুলপুর আমওয়া কান্দা বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশে বসে বিএনপি তথা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসব অপপ্রচারে স্বৈরাচার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশাপাশি তাদের পাতি নেতারাও পিছিয়ে নেই। ওইসব পাতিনেতাদের মধ্যে বিশেষ করে আওয়ামীলীগ কর্মী মোস্তাফিজুর রহমান সোহাগ, মোশাহিদ আলী, মোঃজাকারিয়া ও মোঃ সাইদুল হক তৌকির বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার ও দেশের ভাবমুর্তী নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়েজ উদ্দিন, সোহেল রানা, আবু হানীফ তালুকদার, মাজহারুল ইসলাম প্রমুখ।মানববন্ধনে স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302