
আগামী ২০ মে চা দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের লাক্কাতুরা চা বাগানে শ্রমিক সমাবেশ, মিছিল ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
এছাড়াও সিলেট জেলার অন্যান্য বাগানে মিছিল, সমাবেশ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে।
বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আবু জাফর, উজ্জ্বল রায়, প্রণব জ্যোতি পাল, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা আহ্বায়ক বীরেন সিং , সদস্য রত্না বসাক ও সীপন পাল এক যুক্ত বিবৃতিতে ২০মে চা শ্রমিকদের গৌরবগাথা দিবস উপলক্ষে লাক্কাতুরা বাগানে শ্রদ্ধাঞ্জলি, মিছিল ও শ্রমিক সমাবেশ সহ অন্যান্য বাগানের কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।