• ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৬ হিজরি

যুব জমিয়ত কোতোয়ালি থানা শাখার কমিটি গঠন: হাতিমী সভাপতি ও নোমান সেক্রেটারী

admin
প্রকাশিত মে ১৯, ২০২৫
যুব জমিয়ত কোতোয়ালি থানা শাখার কমিটি গঠন: হাতিমী সভাপতি ও নোমান সেক্রেটারী

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট কোতোয়ালি থানা শাখার ২০২৫-২৭ সেশনের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে আয়োজিত যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর আওতাধীন কোতোয়ালি মডেল থানা শাখার কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষনা করেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও সিলেট মহানগর সভাপতি মাওলানা কবির আহমদ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা শাহিদ হাতিমীকে সভাপতি ও মুফতি নোমান বিন আফসারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহসভাপতি মাওলানা সোহেল আহমদ, সহসভাপতি মুফতি দিলাওয়ার হুসাইন, সহসভাপতি মাওলানা আব্দুল মুনইম আসলম, সহ সাধারণ সম্পাদক এম বশীর আলী, সহ সাধারণ সম্পাদক হাফিজ খলিলুল্লাহ মাহবুব, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জাহিদ আহমদ, প্রচার সম্পাদক শাহিদ আহমদ, অর্থ সম্পাদক মাওলানা লায়েক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শামীম হুসাইন চৌধুরী, সাহিত্য সম্পাদক মাওলানা জমিরুল ইসলাম, পাঠাগার সম্পাদক সাহেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক ময়নুল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ মাওলানা জাকারিয়া আল মাহমুদ, দপ্তর সম্পাদক শাফায়াত হুসাইন, সদস্য জসিম উদ্দিন, রুবেল আহমদ।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর সভাপতি মাওলানা কবির আহমদ বলেন, দেশ-জাতি গঠনে যুগে যুগে তরুণ ও যুবসমাজের ভূমিকা ছিল অপরিসীম। সমৃদ্ধ বাংলাদেশ এবং উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন বিগত দিনে ইসলাম, মুসলমান, দেশ ও জাতির নানান ক্রান্তিলগ্নে তরুণ ও যুবকরাই দায়িত্বশীল ভূমিকা রেখেছে। বিশেষত ২৪-এর গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে যুব জমিয়ত নেতাকর্মীদের ভূমিকা ছিল অপরিসীম।

মাওলানা ফয়জুল হাসান খানের সভাপতিত্বে এবং মাওলানা শাহিদ হাতিমীর পরিচালনায় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব জমিয়ত সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার। অধিবেশন শেষে নতুন কমিটির সকলকে ধন্যবাদ জানিয়ে শপথ পাঠ করান যুব জমিয়ত সিলেট মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান।