ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করিম মারুফ বলেছেন, আমাদের এই ভূখন্ডে মানুষের স্থায়ী শান্তি ও মুক্তির লক্ষ্যে বারবার রক্ত ঝরাতে হয়েছে। লাশের পর লাশ পরেছে। কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের গণ-মানুষের আশার প্রতিফলন ঘটাতে হলে, আমাদেরকে বদরী আদর্শে উজ্জীবিত একদল দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি গড়ে তুলতে হবে। দেশের চলমান স্বার্থবাদী রাজনীতি থেকে জাতিকে মুক্ত করতে হবে। তিনি বলেন, নৈতিকতা সম্পন্ন দক্ষ ও দেশপ্রেমিক কর্মী বাহিনী ব্যতিত দেশে আদর্শিক রাজনীতি চর্চার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা অসম্ভব।
শুক্রবার (২৩ মে) বেলা ২টায় নগরীর হুমায়ূন রশীদ চত্ত্বরস্থ কারিমিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর আয়োজিত দিনব্যাপী দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে ও প্রশিক্ষিণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, সহ-সভাপতি মাওলানা আমির উদ্দিন, সেক্রেটারী হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা আস্আদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রনি, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আরিফুল রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, আইন ও মানবাধিকার সম্পাদক এস.এম শামছুর আলম সহ বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302