লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৬৪ ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্ট্রাকচার্ড প্রোগ্রামিং কোর্সের অংশ হিসেবে প্রোগ্রামিং কনটেস্টের আয়োজন করা হয়। এতে মোট ২০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শীর্ষ ২০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান এবং শীর্ষ ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রভাষক এবং IEEE LU SB Chapter এর অ্যাডভাইজার মো: জেহাদুল ইসলাম মনি।
অনুষ্ঠানে বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, প্রোগ্রামিং প্রতিযোগিতা শিক্ষার্থীদের সমস্যা সমাধান যুক্তি বিশ্লেষণ ও দক্ষতা বাড়ায়। প্রোগ্রামিং চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে এধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রতিযোগিতা আয়োজন করার জন্য তিনি , IEEE LU SB Chapterকে ধন্যবাদ জানান।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা হলেন, ১ম মোহাম্মদ আরিফ (শাখা: ৬৪-বি), ২য় ফাতেমা আহাদ (শাখা: ৬৪-এফ), ৩য় আহসান আঞ্জুম ত্রিশান (শাখা: ৬৪-জি), ৪র্থ পরাগ কিশোর শ্রোণব (শাখা: ৬৪-ই) এবং
৫ম মুস্তাফিজুর রহমান চৌধুরী (শাখা: ৬৪-ডি)।
প্রতিযোগিতার প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্বে ছিলেন সিএসই বিভাগের প্রভাষক শাহরিয়ার আরিফিন জুম্মন ও জালাল উদ্দিন চৌধুরী, এবং সহায়তায় ছিলেন সিএসই ৬০ ব্যাচের শিক্ষার্থী ইমন ঠাকুর।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302