• ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

স্বেচ্ছাসেবক দল নেতা বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন

admin
প্রকাশিত মে ২৩, ২০২৫
স্বেচ্ছাসেবক দল নেতা বাবলুর জানাজা ও দাফন সম্পন্ন

সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মীর মো: বাবলু মিয়ার জানাজার নামাজ আজ বাদ জুম্মা হযরত শাহপরান (রহ) এর মাজার মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে শাহপরান (রহ) এর মাজার গোরস্থানে দাফন করা হয়।

জানাজার পুর্বে বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল ও শাহপরান থানা বিএনপির আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুনিম।

জানাযার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ সরোয়ার রেজা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, বিএনপি নেতা তাজুল ইসলাম তাজ, মাসুম আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রুমেল আহমদ রিপন, শাহীন আহমদ প্রমুখ।

উল্লেখ্য যে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বাবলু বেশ কিছুদিন ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসারত অবস্থায় শুক্রবার রাত ১২টার কিছু পর স্বেচ্ছাসেবক দল নেতা মীর মো: বাবলু মিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে বাবলু স্ত্রী ও অবুঝ এক ছেলে এবং এক মেয়ে রেখে গেছেন।