
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী মোস্তফা কামাল বলেছেন, বর্তমানে দেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। এ পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ইসলামী আদর্শে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমাদেরকে দেশ গঠনে অগ্রনী ভুমিকা রাখতে হবে। দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ ও খোদাভীরু নেতৃত্বের কোন বিকল্প নেই। আর সেই নেতৃত্ব ইসলামী আন্দোলনকেই তৈরি করতে হবে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে গণ দাওয়াতের মাধ্যমে প্রত্যেক পাড়ায়-মহল্লায় মানুষের ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানবতার সেবা ও ব্যাপকভাবে সামাজিক কার্যক্রমের মাধ্যমে জনগণকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে সম্পৃক্ত করে গণভিত্তি অর্জনের জন্য প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটি জনশক্তিকে সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। এজন্য পড়াশোনা ও তারবিয়াতের বিকল্প নেই। ভাসাভাসা জ্ঞান নিয়ে নেতৃত্ব দেওয়া যায় না। এইদিন শেষ হয়ে গেছে। জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সর্বোপরি আমরা আল্লাহর গোলাম হিসেবে আমাদেরকে ক্বোরআন ভালোভাবে জানতে হবে এবং তা সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করেছিলেন বাংলাদেশের বুকে সেই একই আদর্শ প্রতিষ্ঠার কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে ।
শনিবার (২৪ মে) দিনব্যাপী সিলেট জেলার ১২টি থানা ও উপজেলার দায়িত্বশীলদের নিয়ে নগরীর সোবহানীঘাটস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসানের সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত, দারসুল কুরআন, দারসুল হাদীস ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক্ব, জননেতা নূরুল আমীন, মহানগর সহ-সভাপতি আলহাজ্ব আসাআদ উদ্দীন, শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা কে এম ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, মহানগর প্রশিক্ষণ সম্পাদক আরিফুর রহমান সহ থানা ও উপজেলার দায়িত্বশীলবৃন্দ।