মোঃ ছরওয়ার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট "Sarwar Hussain" আইডিটি হ্যাক হয়ে গেছে। আমার জীবনের মানহানির নিরপত্তা চেয়ে মোঃ ছরওয়ার হোসেনের শনিবার (২৪ মে) বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর: ১৩৯৭)
জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার ৩টা ৪৫ মিনিটে আমার ফেইসুক আইডিতে অজ্ঞাতনামা লোকজন আমার নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক "Sarwar Hussain" (যাহার প্রোপাইল https: www.// facebook.com/profile.php?id=615739557 36593) নামক আইডি খুলিয়া আমার ছবি পোষ্ট করে এবং উক্ত আইডি হইতে আমার পরিচিত ব্যক্তিদেরকে মেসেজ দিয়ে টাকা চায়। অজ্ঞাতনামা ব্যাক্তির এইরুপ কার্যকলাপে আমি মানসিকভাবে বিপর্যন্ত ও বিব্রতবোধ করছি। অজ্ঞাতনামা ব্যক্তি উক্ত ফেইসবুক আইডি থেকে রাষ্ট্র বিরোধী কোন কিছু পোষ্ট করে আমার মান সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করে আমাকে বিপদে ফেলতে পারে এবং সম্মানহানী ঘটাবে।
এ ব্যাপারে মোঃ ছরওয়ার হোসেন বলেন, আমার আইডি থেকে দেশ, রাষ্ট্র ও সমাজ বিরোধী কোনো পোস্ট কিংবা কারো কাছে টাকা দাবী করলে এই দায়ভার তিনি নিবেন না। সবাইকে আপাতত তার আইডি থেকে আসা বার্তা এড়িয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302