কানাইঘাট প্রতিনিধি: শেখ হাসিনার সরকারের পতনের বছর হলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। বরং পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। চাদাবাজ,ছিনতাইকারীরা নানা কায়দায় নানা স্থানে অপতৎপরতা চালিয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলছে। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে চাদাবাজীর খবরে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। উদ্বিগ্ন হচ্ছে সাধারণ মানুষ।
সিলেট কানাইঘাটে আবারও বেপরোয়া অপরাধীরা সম্প্রতি কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই চক্র পূর্বে আওয়ামী লীগপন্থী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অপরাধ তৎপরতা চালালেও সম্প্রতি বিএনপি-সমর্থনপুষ্ট হয়ে আবাও তারা বেপরোয়া হয়ে উঠেছে। তারা নিরীহ ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না এবং থানায় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগও গৃহীত হচ্ছে না। ফলে এই সন্ত্রাসী চক্রের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। সাধারণ মানুষ তাদের ভয়ে আতঙ্কিত হয়ে দিন পার করছেন।
স্থানীয় এক ব্যবসায়ী নাম না বলার শর্তে এ প্রতিবেদককে বলেন, কানাইঘাটের এই অপরাধীচক্র দীর্ঘ দিন থেকে এলাকায় বেপরোয়া বিশেষ করে ফারুক আহমেদ, জসিম উদ্দিন, আবুল কালাম, নিজাম উদ্দিন, রইস মিয়া, বুরহান উদ্দিন, আফতাব আলী, আবু শহীদ, সুলতান আহমেদ ও গিয়াস আহমেদ কানাইঘাটে এমন কোন অপরাধ নেই যা তারা করেনি।তাদের অমানবি অত্যাচারে অতিষ্ঠ কানাইঘাটের জনজীবন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302