যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও সিলেট মহানগর এর সভাপতি মাওলানা কবীর আহমদ বলেছেন, দেশের মানুষ ইসলামকে ভালবাসে ও ইসলামী জীবন ব্যবস্থার প্রতি শ্রদ্ধা পোষণ করে। এখন প্রয়োজন ইসলামী চেতনা ধারণ করা এবং এর কল্যাণমুখী কর্মসূচি নিয়ে জনগণের কাছে জীবন ব্যবস্থা হিসেবে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা। সবার মাঝে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুভূতি জাগ্রত করা। মানবতার মুক্তি ও একটি কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শুক্রবার (২৩ মে) রাত ৯টায় দক্ষিণ সুরমার আলমপুরস্থ একটি অভিজাত হোটেলে যুব জমিয়ত সিলেট মহানগর এর আওতাধীন দক্ষিণ সুরমা থানার দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
থানা আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির জিল্লু এর সভাপতিত্বে ও হাফিজ আব্দুল করিম দিলদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ও মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদ, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট মহানগর এর সহসভাপতি মাওলানা মুজির উদ্দীন ক্বাসিমী, যুব জমিয়ত মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম দিলদার, সহ-সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিন খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশরাফ হুসাইন ফুয়াদী, মাওলানা রইস উদ্দিন প্রমূখ।
উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা পর্যালোচনার ভিত্তিতে মাওলানা রুহুল আমিন মারজানকে সভাপতি, মাওলানা কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক ও মুহাম্মদ ফজলুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট যুব জমিয়ত বাংলাদেশ দক্ষিণ সুরমা থানার কমিটি ঘোষণা করেন মহানগর যুব জমিয়তের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302