ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলার স্কুল ও কলেজ বিভাগের উদ্যোগে আয়োজিত "মিট উইথ রুট কনফারেন্স" মঙ্গলবার (৩ জুন) বিকাল ৩টায় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সাহিত্য আসর কক্ষে) অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাবুল হক্ব চৌধুরীর সভাপতিত্বে ও স্কুল কলেজ সম্পাদক মুহাম্মাদ আমানউল্লাহ ইমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের শুধু উচ্চশিক্ষা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নৈতিকতার পাঠ শেখাতে সজাগ দৃষ্টি রাখতে হবে শিক্ষকদের। নৈতিকতার চর্চা অব্যাহত রাখতে সমাজের প্রতিটি পর্যায়ের মানুষকে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের গুণগত মানের শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষা ক্ষেত্রে বিশ্ব রকেটের গতিতে এগোচ্ছে। নৈতিক শিক্ষা দিয়ে পৃথিবী, দেশ ও জাতি গড়ে তুলতে যেন আমরা সজাগ থাকবো। শুধু উচ্চ শিক্ষা নেওয়া নয়। শিক্ষার মাধ্যমে যেন বিবেক বুদ্ধি প্রতিষ্ঠা পায়, নৈতিক শিক্ষা নেওয়া হয় সেদিকেও নজর দিতে হবে।
মূখ্য আলোচক হিসেবে আলোচনা রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ছাত্রনেতা আরিফুল ইসলাম শামিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ছাত্রনেতা সাব্বির আহমদ তপু।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু নাছির জাহেদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুহসিনুল হক কিবরিয়া, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ শাফায়াত আসজাদ, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সাজিদুর রহমান, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ সালেহ আহমদ সহ জেলা ও বিভিন্ন থানা নেতৃবৃন্দ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302