সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বিএনপি বাংলাদেশের গণমানুষের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করে আসছে। ফ্যাসিস্ট হাসিনা ১৭ বছর নানা জুলুম নির্যাতন চালিয়েও জনপ্রিয় ঐক্যবদ্ধ বিএনপিকে ধ্বংস করতে পারেনি। হাসিনা যত জুলুম চালিয়েছে, বিএনপি ততই ঐক্যবদ্ধ হয়েছে। যেখানে হাসিনার মতো স্বৈরাচার পারেনি, সেখানে নতুন করে কোন ষড়যন্ত্র কাজে আসবে না। তিনি বলেন, দেশের মানুষ গত ১৭ বছর যে ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সেই ভোটের অধিকার এখনও আমরা ফিরে পাইনি। বিএনপির এ আন্দোলন অব্যাহত আছে, সুষ্ঠ নির্বাচন না হওয়া পর্যন্ত ভোটাধিকারের আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নিরপেক্ষ সরকার। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনগনের ম্যান্ডেট নিয়ে বিএনপিই ক্ষমতায় যাবে এবং জনতার প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হবে। তার নেতৃত্বে ৩১ দফার আলোকে সংস্কার করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করা হবে ইনশাল্লাহ।
শনিবার (১৪ জুন) সিলেট মহানগরের ৩১নং ওয়াডের মুফতির চক এলাকায় বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর ৩১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক রাজন আহমদের সভাপতিত্বে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাসু আহমদ রাসু। বক্তব্য রাখেন, মুফতির চর কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহমদ, ৩১নং ওয়ার্ডের আহ্বায় কমিটি সদস্য নিজামুদ্দিন, হারুন আহমদ, সাজ্জাদ মিয়া, মইনুদ্দিন মিয়া, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজাদ, মুরাদপুর পাড়া কমিটির সদস্য মুক্তার আহমদ, বিএনপি নেতা মানিক মিয়া, ৩১নং ওয়ার্ড শ্রমিকদের আহবায়ক আব্দুর রহিম, ৩১নং ওয়ার্ড ছাত্রনেতা শরীফ আহমদ। শাহপরান থানা ছাত্রদল নেতা সুফিয়ান আহমেদের পরিচালনায় অন্যান্যরা উপস্থিত ছিলেন, তাহির আলী, রুহেল আহমদ, শাহজাহান আহমদ, ফেরদৌস আহমদ, বাবলু আহমদ, সাদেক আহমদ, তকবির আলী, শাহিন আহমদ, ইনতাজ আলী, তাজিদ আলী, আমিন মিয়া, সোলেমান মিয়া, রাজন মিয়া, ফটিক মিয়া, মোশাহিদ মিয়া, কিনু মিয়া, মজির মিয়া, মনই মিয়া, বাবুল মিয়া, সফিক আহমদ, এমরুল আহমদ, হান্নান মিয়া, মুমিন, ফয়জুল, দৌলত, আলিম প্রমূখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302