• ১১ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল আহমদের বাসায় পুলিশি তল্লাশি ও হয়রানি

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৫
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল আহমদের বাসায় পুলিশি তল্লাশি ও হয়রানি

নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল আহমদ এর বাসায় পুলিশী তল্লাশি ও হয়রানীর খবর পাওয়া গেছে। ঘটনাটি অদ্য (বুধবার) রাত আনুমানিক ১২:৪৫ ঘটিকার দিকে তার শিবগঞ্জের বাসায় ঘটে। খবর নিয়ে জানা যায়, রাসেল আহমদ সিলেট জেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিলেন। ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি ও জামাতের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেন। এরাই ধারাবাহিকতায় রাসেল আহমদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনার বিষয় রাসেল আহমদের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলে বর্তমানে দেশের বাইরে অবস্থান করিতেছে। দেশে না থাকার পরও পুলিশ রাসেল আহমদ এর খোঁজে তার বাসায় এসে খারাপ ভাষায় গালিগালাজ সহ হুমকি দিয়ে যায়। এসময় সমস্ত ঘরে তল্লাশির নামে মূল্যবান জিনিসপত্র তছনছ করে দেয়া হয়। তিনি আরো বলেন, পুলিশ তার সাথে খারাপ ব্যবহার করে রাসেল আহমদকে বের করে দেয়ার জন্য হুমকি দেয়। এ ঘটনায় তিনি ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন।

অপরদিকে এ হয়রানী ও তল্লাশির বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বললেন, পুলিশ FIR নামীয় আসামিকে ধরার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করেছে। এখানে হয়রানি করার কিছু হয় নাই বলে তিনি মন্তব্য করেন।