• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৫
কোম্পানীগঞ্জ সীমান্তের ওপারে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ

একুশে নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের উৎমাছড়া এলাকায় এক বাংলাদেশি যুবকের মরদেহ গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখা গেছে। পুলিশ বলছে, ওই যুবক সীমান্তের ওপারে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে উৎমাছড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে।

নিহত যুবক কোম্পানীগঞ্জ থানার লামারগ্রাম কামাল বস্তির আলাউদ্দিন আলাইয়ের ছেলে জাকারিয়া (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫৭ নম্বর মেইন পিলারের ২০ নম্বর সাব পিলারের কাছাকাছি ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। মরদেহটি একটি গাছের ডালে দড়িতে ঝুলতে দেখা যায়।

উৎমা বিজিবি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। এটি আত্মহত্যা, না অন্য কোনো কারন জানা যায়নি।

সিলেট কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের আল মাহমুদ জানান, ‘সীমান্তের পিলারের ওপারে এক যুবক আত্মহত্যা করেছেন।

লাশ উদ্ধারের জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উৎমাছড়া ক্যাম্পের কমান্ডারের সাথে আলাপ হয়েছে। নিহতের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হলে পরবর্তীতে বিজিবি ও পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করতে পারবে। যেহেতু সীমান্তের ওপারে তাই কিছু আইনি জটিলতার জন্য লাশ উদ্ধারে বিলম্ব হচ্ছে।