• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে নারী চিকিৎসক নিহতের ঘটনায় চালক আটক

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৫
সিলেটে নারী চিকিৎসক নিহতের ঘটনায় চালক আটক

একুশে নিউজ ডেস্ক : সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে ট্রাকচাপায় এক নারী চিকিৎসক নিহতের ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থেকে ট্রাকচালককে আটক করা হয়।

আটক মো. আব্দুল কাদির (৩৯) মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাসিন্দা। তিনি সিলেট শহরের বাদামবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি এবং তাকে আটক করি।’

এর আগে, গত ৮ জুন সকালে শেখঘাটে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত হন রিকশাযাত্রী ডা. রহিমা খানম জেসি (৩২)। তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন। তিনি রিকশায় করে কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বিকেল ৩টার দিকে মারা যান তিনি।