• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বন্দর ও কথিত মানবিক করিডোর শীর্ষক মতবিনিময় সভা সফল করুন

admin
প্রকাশিত জুন ২০, ২০২৫
চট্টগ্রাম বন্দর ও কথিত মানবিক করিডোর শীর্ষক মতবিনিময় সভা সফল করুন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে “চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের কাছে তুলে দেওয়া ও কথিত মানবিক করিডোর; কার স্বার্থে?” শীর্ষক এক মতবিনিময় সভা আগামী শনিবার ২১ জুন বিকাল সাড়ে ৫টা চৌহাট্টাস্থ মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

শুক্রবার ২০ জুন গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামী ২১জুন শনিবার মতবিনিময় সভা সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।