• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট ইয়াং স্টার এর প্রবাসী এক্সিকিউটিভদের সহায়তায় ওসমানী মেডিকেলে গুরুতর অসুস্থ রোগীকে অনুদান প্রদান

admin
প্রকাশিত জুন ২১, ২০২৫
সিলেট ইয়াং স্টার এর প্রবাসী এক্সিকিউটিভদের সহায়তায় ওসমানী মেডিকেলে গুরুতর অসুস্থ রোগীকে অনুদান প্রদান

স্বেচ্ছাসেবী সেবামূলক আন্তর্জাতিক সংগঠন, সিলেট ইয়াং স্টার এর প্রতিষ্ঠা ও চেয়ারম্যান এমদাদুল হক, সিলেট ইয়াং স্টার যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আফজাল হোসেন, সিলেট ইয়াং স্টার স্পেন শাখার সভাপতি রিপন চৌধুরী ও যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সদরুল ইসলাম লোকমানের প্রেরিত অনুদান সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস শুক্কুরের অসুস্থ পিতার চিকিৎসায় নগদ অর্থ প্রদান করা হয়।

শনিবার (২১ জুন) বিকাল ৫টায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসারত রোগীকে নগদ অর্থ প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক এমপি বিশিষ্ট রাজনীতিবিদ কলিম উদ্দিন আহমেদ মিলন, সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুনায়েদ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।