• ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

admin
প্রকাশিত জুন ২৮, ২০২৫
সিলেট-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সিলেট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম এর মতবিনিময় ও যোগদান অনুষ্ঠান সদর উপজেলার রায়গাঁও বাজারে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের রায়ের বাজারে সিলেট-১ আসনে মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ফখরুল ইসলামের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি হাফিজ ফারুক আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় শেষে এলাকার ব্যবসায়ীসহ ৩৫ জন ব্যক্তি বাংলাদেশ খেলাফত মজলিসের আর্দশ ও উদ্দেশ্যের সাথে একমত হয়ে আমীরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্য বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।