কুমিল্লার মুরাদনগরে এক হিন্দু নারীকে ধর্ষণ ও নারকীয় নির্যাতনের সাথে যুক্ত ধর্ষক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২৯ জুন) বিকাল ৫টায় চৌহাট্টাস্হ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও বাসদ (মার্ক্সবাদী) জেলা সদস্য সুমিত কান্ত পিনাক এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ,বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল,বাসদ জেলা সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,চা শ্রমিক ঐক্যের সভাপতি অজিত রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক বুশরা শুহাইল প্রমূখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙ্গে এক হিন্দু নারীকে যেভাবে গণধর্ষণ, নির্যাতন এবং ভিডিও ধারণ করে প্রচার করা হয়েছে তা কোন সভ্য সমাজে চলতে পারে না। বক্তারা অভিযুক্ত ধর্ষক ফজর আলী ও তার সহযোগী সহ সারা দেশে নারী নিপীড়ক ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকার ও পুলিশ প্রশাসনকে আহবান জানান।
নেতৃবৃন্দ বলেন,জুলাই গণঅভ্যুত্থানে নারীরা বীরত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে নারীদের বিরুদ্ধে মব তৈরি করে, অনলাইনসহ নানাভাবে নিপীড়ন, হেনস্থা করা হচ্ছে। অব্যহত নারী নির্যাতন নিপীড়নের প্রতিরোধে রাষ্ট্রীয় কোন দৃষ্টান্তমূলক উদ্যোগ পরিলক্ষিত হয় নি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের নারীবান্ধব ঘোষণা করেছেন, কিন্তু নারীর প্রতি অবমাননাকর সকল ঘটনায় সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়। ঘরে- বাইরে নারীসহ জনগণের জানমালের নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বক্তারা বলেন,নারী নির্যাতন প্রতিরোধে এবং মব সন্ত্রাস বন্ধে রাষ্ট্রকে আরও কার্যকর ভুমিকা নিতে হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302