রথযাত্রার পঞ্চম দিনে ইসকন সিলেট মন্দিরে মঙ্গলবার (১ জুলাই) পালিত হলো হেরা পঞ্চমী যা ভগবতী লক্ষ্মীদেবীর বিজয় উৎসব হিসেবেও পরিচিত। এই দিনটি উপলক্ষে মন্দির চত্বরে সৃষ্টি হয় এক ভক্তিময় ও সাংস্কৃতিক পরিবেশ। সন্ধ্যায় আয়োজিত হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত, কীর্তন, নৃত্য ও শ্রীশ্রী জগন্নাথদেবের লীলাভিত্তিক নাটিকা। স্থানীয় ও আগত ভক্তরা উৎসবের এই অংশে অংশগ্রহণ করে গভীর ভক্তিভাবে। দর্শনার্থীরা বলেন, “এই ধরনের অনুষ্ঠান আমাদের আধ্যাত্মিকভাবে উজ্জীবিত করে তোলে।”
আয়োজকরা জানান, প্রতিদিনের মতো আজও প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।
উল্লেখযোগ্যভাবে, আগামী ৫ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এবারের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হবে। সেই দিন শ্রীশ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মহারানী রথে চড়ে ফিরবেন নিজ মন্দিরে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302