ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার ৩নং খাদিমনগর ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (৪ জুলাই) বিকেল ৩টায় খাদিমনগর ইউনিয়ন কমপ্রেক্সে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: লাদেন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাইদ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলান বদরুল ইসলাম, ইসলামী আন্দোলন সদর উপজেলা যুগ্ম আহবায়ক মুফতি আব্দুস সোবহান আব্বাসী।
প্রধান অতিথি মুফতি সাঈদ আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া ছিলো দেশকে চিরদিনের জন্য স্বৈরাচারমুক্ত করা। এই চাওয়া পূরণ করতে হলে দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নির্বাচন পদ্ধতি পরিবর্তন করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করা ছাড়া কোন বিকল্প নাই। পিআর নিয়ে দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে এক ধরণের ঐক্যমত তৈরি হয়েছে। গণমানুষও পিআরের পক্ষে তাদের অবস্থান জানিয়েছে। তাই পিআর পদ্ধতি নির্বাচন ছাড়া কোনো নির্বাচন গ্রহনযোগ্য হবে না।
দ্বি-বার্ষিক সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩নং খাদিমনগর শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মাওলানা আবু হানিফা, সহ সভাপতি মো: আব্দুল করিম, সহ সভাপতি মো: নজীর আহমদ, সেক্রেটারী মোঃ লাদেন আহমদ, সহ সেক্রেটারি মোঃ লোকমান আহমদ, সহ সেক্রেটারি মোঃ হাসান আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহমদ, সহ সাংগঠনিক মোঃ আলকাছ আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ জালাল উদ্দীন, দপ্তর সম্পাদক হাফিজ মোস্তফা কামাল, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আহাদ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মোঃ আশিকুর রহমান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আহমদ, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মোঃ মাছুম আহমদ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ রাজু আহমদ, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মোঃ ফজর আহমদ, শিল্প ও বানিজ্য সম্পাদক মোঃ জাহাঙ্গীর আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, সদস্য মোঃ রাশেদ আহমদ, মোঃ মাছুম আহমদ, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ জসিম উদ্দিন, মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302