স্টাফ রিপোর্টার: দিরাই উপজেলার রফিনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে জুনমাসের ২১ তারিখ কয়েকটি পদে সূন্য কোটায় নিয়োগ নেওয়া হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ এনেছেন নাম প্রকাশে অনিচ্ছুক কজন। তারা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সদরুলের নাম উল্লেখ করে বলেন, তিনি দুটি পদে নিয়োগের নাম ভাঙ্গিয়ে আমাদের কাছ থেকে ত্রিশহাজার টাকা নেয়ন। তারা আরো জানান নিয়োগের লিখিত পরিক্ষার প্রশ্ন আগমুহূর্তে আমাদের হাতে দেওয়ার আশ্বাস দিয়ে আরো পঞ্চাশ হাজার টাকা দাবি করেন সদরুল। তখন আমরা না দেওয়াতে তিনি বলেন তোমাদের চাকরি হবে না পঞ্চাশ হাজার বেশি দেওয়ার লোক এখানে পইরা রইছে হেই ফাক চাকরিটা। সবকিছুর পর এখন তাকে ফোনেও পাওয়া যায় না। ম্যানেজিং কমিটির সভাপতি কায়কোবাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সদস্য থেকে কেউ এমন করলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। সদরুলের মোবাইলে কল দিলে এসব মিথ্যা বলে জানান তিনি।
এব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্জিব তালুকদার বলেন নিয়োগের বিষয়টি শিক্ষা বোর্ডের। কোনো অভিযোগ পেলেও আমরা তাদের কাছে প্রেরণ করি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302