ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার মজলিসে আমেলার জুলাই মাসের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেল ৩টা ৩০মিনিটে নগরীর সুরমা মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এই মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন’র সঞ্চালনায় ক্বোরআনে কারীমের তেলাওয়াত ও দারসুল কুরআন পাঠের মাধ্যমে বৈঠকে বিগত রেজুলেশন পাঠ ও পর্যালোচনা কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ২৮ জুন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসমাবেশে ১৬ দফা ঘোষণা করা হয়। এর মধ্যে ২ দফা হলো প্রস্তাবিত সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচন দিতে হবে। বৈঠকে বহুল আলোচিত এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবীতে জোরালো আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নে পিআর পদ্ধতির কোন বিকল্প নেই। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক প্রস্তুতি এবং সাংগঠনিক মজবুতির লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি দ্রুত গঠনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা আমীর উদ্দিন, আলহাজ্ব ফজলুল হক, আলহাজ্ব নূরুল আমীন, জয়েন্ট সেক্রেটারী মুফতী আবু তাহের মিসবাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আল ফাহাদ, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সুলাইমান আহমদ শাহী, দফতর সম্পাদক মাওলানা বদরুল হক, অর্থ ও প্রকাশনা সম্পাদক হাফেজ আব্দুল হাফিজ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ফয়জুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ খাঁন, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা মনোয়ার হুসাইন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক মাওলানা নজির উদ্দিন, সদস্য জনাব রাশিদুল ইসলাম, মাওলানা কুতুবউদ্দিনসহ প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302