একুশে নিউজ ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে একটি পরিত্যক্ত গ্যারেজ থেকে ১০৮ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পৌর শহরের পশ্চিম মাধবপুরের পল্লী বিদ্যুতের পরিত্যক্ত একটি গ্যারেজ এসব গাঁজা জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান মাদক ব্যবসায়ীরা।
পরিত্যক্ত গ্যারেজ থেকে গাঁজা জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা।
তিনি জানান, থানায় যোগদানের পরবর্তী তিনদিন বিপুল পরিমাণ মাদকসহ বেশকিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে তিনি ও তার টিম। এরই প্রেক্ষিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে শনিবার সকালে ১০৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302