একুশে নিউজ ডেস্ক : হবিগঞ্জে পানিতে ডুবে সাফওয়ান (২) নামের এক শিশু মারা গেছে।
রবিবার (৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের পিরোজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান পিরোজপুর গ্রামের লুৎফুর রহমান ও আঁখি বেগম দম্পতির একমাত্র ছেলে।
জানা যায়, শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় পরিবারের অজান্তে সে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তার বাবা লুৎফুর রহমান ডোবায় ছেলের নিথর দেহ ভাসতে দেখতে পান। সেখান থেকে দ্রুত উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে এসআই অনিক পাল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302