
স্টাফ রিপোর্টার: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের ১০নং মুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি ও ছাত্রদল নেতা হাসান আহমেদকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেছে। আদালতের নির্দেশে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এ অভিযান চালানো হলেও তিনি পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিয়ানীবাজার থানায় দায়ের হওয়া মামলার চার্জশিট অনুযায়ী, একাধিক আসামির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত চালায়। তদন্ত শেষে মামলাটি আদালতে চার্জশিট আকারে দাখিল করা হয়। পরবর্তীতে আদালত বিচার শেষে হাসান আহমেদকে দণ্ড দেন। সেই রায়ের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শনিবার রাতে বিয়ানীবাজার থানার একটি দল ছোটদেশ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায়। তবে হাসান আহমেদকে পাওয়া যায়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, “আদালতের নির্দেশে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য আমরা আসামির বাসায় অভিযান চালিয়েছি। কিন্তু তিনি দীর্ঘদিন ধরেই পলাতক। তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের সবাইকে আদালতে হাজির করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও পলাতক আসামিদের ধরতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
ছোটদেশ গ্রামের স্থানীয়রা জানান, পুলিশের অভিযানের সময় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও তা দ্রুত স্বাভাবিক হয়ে যায়। তাদের দাবি, হাসান আহমেদকে দীর্ঘদিন ধরেই এলাকায় দেখা যাচ্ছে না।
দণ্ডপ্রাপ্ত আসামি হাসান আহমেদকেও দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে চায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আশা করছেন, খুব শিগগিরই তিনি আইনের আওতায় আসবেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302