মরমী সাধক ‘হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর লামাবাজার অচীনপুরীর স্টুডিওতে লোকজ সংস্কৃতির ধারক ও বাহক হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদ সিলেটের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নুর জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও কেকে কেটে হাততালির মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথি এবং সহকর্মীরা সোলেমান হোসেন চুন্নুর জন্মদিনে আগামী দিনের পথচলায় সর্বাঙ্গীণ সুস্থতা সহ মঙ্গল কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাছন রাজা লোক সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রধান উপদেষ্টা দেওয়ান শাহবাজ রাজা চৌধুরী, উপদেষ্টা শামিম রেজা চৌধুরী, সহ-সভাপতি বিরহী কালা মিয়া, সহ সভাপতি আসাদুজ্জামান নুর, সহ সভাপতি এম,এ হান্নান, সহ সভাপতি নাট্যকার শাহ আলী রব, সহসাধারণ সম্পাদক সায়েম আহমেদ, সহ-সম্পাদক সেলিম মিয়া, সৈয়দ নিয়াজ, এম এস এ মাসুক খান, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক, আমির উদ্দিন, প্রচার সম্পাদক, সাহান উদ্দিন নাজু, সমাজ কল্যাণ সম্পাদক আল আমিন, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ কামাল, সিলেট জেলার সভাপতি মোস্তাক চৌধুরী, কণ্ঠশিল্পী সৌরভ সোহেল, সিনিয়র সদস্য সৈয়দ আব্দুল্লাহ আল হাসান, আব্দুল মনাফ, সদস্য প্রিয়াঙ্কা চক্রবর্তী প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302