অগ্রণী ব্যাংকের একটি গাড়ি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে অগ্রণী ব্যাংক থেকে প্রয়োজনীয় কাগজপত্র মে মাসের শেষ সপ্তাহে আমাদের নিকট সরবরাহ করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে জুনের ৩০ তারিখে ক্ষতিপূরণের চেক ইস্যু করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) সাধারণ বীমা কর্পোরেশন সিলেট এর জোনাল হেড ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ মহিবুল ইসলাম, অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক আব্দুল লতিফের নিকট চেকটি হস্তান্তর করেন।
উল্লেখ্য, আইন অনুযায়ী (বীমা আইন ২০১৯ এর ১৬ ধারা) বীমাযোগ্য সরকারি সম্পত্তির বীমা দেশের একমাত্র নন্-লাইফ রাষ্ট্রীয় বীমা প্রতিষ্ঠান 'সাধারণ বীমা কর্পোরেশন' থেকে গ্রহণ করা বাধ্যতামূলক। আর সে কারণেই অগ্রণী ব্যাংকের গাড়িটি সাধারণ বীমা কর্পোরেশনের নিকট বীমাকৃত ছিল।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302