• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই আগস্টের হত্যাকান্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে: মাহমুদুল হাসান

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২৫
জুলাই আগস্টের হত্যাকান্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে: মাহমুদুল হাসান

ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভা এবং জুলাই শহীদ ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখার উদ্যোগে শুক্রবার (১১ জুলাই) বিকাল ৪টায় হাল্লামী সুপার মার্কেটে আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানা শাখার সভাপতি হাফিজ মাওলানা আব্দুর রহমানের সভাপতিতে¦ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল এল.বি), বিশেষ অতিথি
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের দপ্তর সম্পাদক মুহাম্মদ জাবেদ আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, মোঃ মাইনুদ্দিন, মোঃ মিজানুর রহমান, সেক্রেটারী মো: ফয়সল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: শাহিন মিয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক মো: আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: মহিবুর রহমান মুক্তা, সহকারী অর্থ সম্পাদক মো: আলম মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: মতিউর রহমান, সদস্য মো: আতাউর রহমান, আবুল হাসনাথ, মো: আব্দুল আমিন, নজরুল, মো: হাবিবুর রহমান, কাউছার আহমদ, হোসেন আহমদ প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্যে হাফিজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করতে। ফ্যাসিস্টরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তাদেরকে আইনে আওতায় এনে শাস্তি দিতে হবে। ‘জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করতে হবে। যাতে ফ্যাসিস্ট আবার ফিরে আসতে না সে দিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

পরিশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর এবং জুলাই-আগষ্ট নিহতের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।