প্রিয় নবীগঞ্জবাসী। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে দু’চারটি কথা বলার চেষ্টা করছি। ঐহিত্যবাহী নবীগঞ্জ উপজেলা গৌরবে-সৌরভে, সাহিত্য, ধর্মীয় সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সম্প্রীতির শহর হিসাবে খ্যাতি রয়েছে যার। হিন্দু, মুসলিম, জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রয়েছে দীর্ঘ বছরের ইতিহাস, যা অমলিন ছিল যুগযুগ। কিন্তু গত কয়েক দিন পূর্বের ঘটনায় আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে করেছে ছিন্নবিছিন্ন। যা নবীগঞ্জের সচেতন নাগরিক হিসাবে আমাদের করেছে অত্যন্ত ব্যথিত। দুই ব্যক্তির ব্যক্তিগত সংঘাত দু’তিনটি গ্রামে ছড়িয়ে পরে টানা ৪/৫ দিনের সংঘর্ষের ধ্বংসলীলা দেশ তথা বর্হিবিশ্বে আমাদের করেছে কলংখিত, যা সহজে মুছে যাওয়ার নয়। অভিভাবক শুন্য অবস্থায় পরিস্থিতি যখন প্রশাসন সহ সবার নাগালের বাহিরে তখনই নাগরিক দায়িত্ববোধ ও বিবেকের দংশনে দু’টি পক্ষের মধ্যকার ঘটনা মীমাংসার অভিপ্রায়ে এগিয়ে আসে নবীগঞ্জের সর্বোচ্চ ব্যক্তিবর্গরা। সংঘাতময় পরিস্হিতিতে তাদের উদ্যোগ সাধারণ মানুষের মাঝে আশার আলো প্রজ্বলিত করে। শালিসকারী না হওয়ায় এবং এলাকার বিচার ব্যবস্থায় সংশ্লিষ্টতা না থাকায় সবার সাথে যোগাযোগ স্থাপন হয়তো সম্ভব হয়নি। তবুও কঠিন মুহুর্তে সাহসিকতার সহিত এগিয়ে আসায় নবীগঞ্জের সালিশ কারিগণ সহ নেতৃবৃন্দকে প্রবাসীদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জানাই ।
প্রত্যাশা করছি দলমত, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে স্থিতিশীল নবীগঞ্জ গড়ার প্রত্যয়ে মানুষের ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক জীবন যাত্রা সচল করার দৃঢ় সংকল্পে নবীগঞ্জের আলিম-উলামা সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সাম্প্রদায়িক সম্প্রীতির নবীগঞ্জে ফিরিয়ে আনবেন পূর্বের ভালবাসার সেতুবন্ধন। পাশাপাশি ভবিষ্যত শান্ত, সুন্দর বাসযোগ্য শহর বিণির্মানে গ্রহন করবেন বাস্তবিক পদক্ষেপ যা জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে। সর্বেশষ অনুরোধ রইল নবীগঞ্জ সর্বোচ্চ ব্যক্তিবর্গরা শালিসী প্রক্রিয়া জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দের সমন্বয়ে একটি টিম হিসাবে কাজ করে সংঘাতে জড়ানো উভয় পক্ষের বিষয়টি মীমাংসা করে নবীগঞ্জ উপজেলার ইতিহাস হৃত গৌরব ফিরিয়ে আনবেন যা দৃষ্টান্ত হয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তর।
মো. আব্দুল মুহিত রাসেল
চেয়ারম্যান, গ্রেট ব্রিটেন ইউকে এডুকেশন ট্রাস্ট।
চেয়ারম্যান, হবিগঞ্জ শাহজালাল (র.) আইডিয়াল ওয়েলফেয়ার এডুকেশন ট্রাস্ট
সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302