• ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আব্দুল ওদুদের স্ত্রীর দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

admin
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
ন্যাপের প্রেসিডিয়াম সদস্য আব্দুল ওদুদের স্ত্রীর দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

মুক্তিযুদ্ধের সংগঠক, ন্যাপ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা ন্যাপের সভাপতি, ছাতক সরকারী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সংগ্রাম কমিটির সভাপতি, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুল ওদুদের স্ত্রী সিলেট জেলা ন্যাপের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা আক্তার রুমি (৫৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় মাউন্ট এডোরা হাসপাতাল (নয়াসড়ক) ইন্তেকাল করেছেন। মরহুমার জানাযার নামাজ মঙ্গলবার বাদ মাগরিব নগরীর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। পরে মানিক পিরের টিলায় দাফন সম্পন্ন করা হয়।

তিনি এক ছেলে ও এক মেয়ে, মা, ভাই বোনসহ অসংখ্য আত্বীয়স্বজন গুনাগ্রাহী রেখে পরপাারে চলে গেছেন। তিনি বাংলাদেশ ফটো জার্নাালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবির পাভেলের ভাবী।

সাবিহা আক্তার রুমির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি আইভি রহমান, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম কিরণ, ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী, আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামসুর রহমান শামসু, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন মহি, জসিম উদ্দিন সুমেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, বাংলাদেশ ফটো জার্নাালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আসকার আমিন রাব্বী লস্কর, ছাতক বিএনপি নেতা হিজবুল বারী শিমুল,

নেতৃবৃন্দ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।