
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী গেজেটভুক্ত আন্দোলনকারীদের স্বীকৃতি, জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন এবং “জুলাই সনদ” প্রদান ও রাষ্ট্রীয় মর্যাদা দাবিতে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩টায় নগরীর বন্দরবাজার সিটি কর্পোরেশন গেইটের সামনে মানববন্ধন ও বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ সাহেল আহমদ।
মানবন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের পুনর্বাসন এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। তাঁরা বলেন, এই আন্দোলন শুধু ছাত্রদের নয়, এটি দেশের ভবিষ্যৎ ও ন্যায়ের পক্ষে একটি ঐতিহাসিক পদক্ষেপ।
এসময় বক্তব্য রাখেন শহীদ সুমনের পিতা আব্দুর নুর বেলাল, গেজেট বঞ্চিত অঙ্গ হারানো আন্দোলনকারী বাহার ও মামুন, জুলাই যোদ্ধা কামাল তাপাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল আহাদ, যুগ্ম আহ্বায়ক সেজান মাহমুদ, ইমন আহমেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ওসমান সুলতান, যুগ্ম সদস্য সচিব মামুন আহমেদ, রুমন আহমেদ, মুখ্য সংগঠক আব্দুল হান্নান গাজী, মুখপাত্র তানভীর হোসেন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আব্দুল মানিক, মাহমুদুল হাসান, জসিম, জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স এর আহ্বায়ক তানভির লাদেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নামধারী একটি গোষ্ঠী কর্তৃক বিভ্রান্তিকর ও স্বার্থান্বেষী কমিটি গঠন করে প্রকৃত আন্দোলনকারীদের থেকে ফায়দা লুটার অপচেষ্টা চলছে, যেখানে নেতৃত্ব দিচ্ছে এমন ব্যক্তিরা যারা নিজেরাও গেজেটভুক্ত নয়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়।
সমাপনী বক্তব্যে আব্দুর রহিম বলেন, আমরা এই সভ্য প্রতিবাদ ও মানববন্ধনের মাধ্যমে রাষ্ট্রের কাছে স্মরণ করিয়ে দিচ্ছি জনগণের রক্তের বিনিময়ে যে আন্দোলন, তার ইতিহাস বিকৃতি সহ্য করা হবে না। জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও বাস্তবায়ন করা সময়ের দাবি।