সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫ খ্রীষ্টাব্দের ২১তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে আগামী ২৩ জুলাই বুধবার সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে শোয়া কর্মসূচী সফলে আগামী ২১ জুলাই সোমবার সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ১ ঘন্টার বিশেষ প্রস্তুতি সভা এবং ২৩ জুলাই বেলা ১০.৩০ ঘটিকায় সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ১ জুন স্মারকলিপি প্রদান থেকে আজ পর্যন্ত ফুটপাত ও রাস্তা দখলমুক্ত না করায় প্রতিবাদ সভার উদ্যোগ গ্রহণ করা হয়।
সভায় বক্তারা বলেন, পরিকল্পিতভাবে আধ্যাত্মিক পর্যটন নগরী সিলেটকে আবর্জনার নগরীতে পরিণত করার পাঁয়তারা চলছে। সিলেট বিদ্বেষী কিছু কুচক্রীদের কারণে সিলেট নগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা হচ্ছে না। এদেরকে চিহ্নিত করা সময়ের দাবী। যাদের জন্য সিলেট নগরী একটি জঞ্জালের নগরীতে পরিণত হয়েছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, সরকারী মহিলা কলেজ, বিভিন্ন মার্কেট, সিলেট সরকারী অগ্রগ্রামী উচ্চ বিদ্যালয় ও কলেজ, জিন্দাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, জিন্দাবাজার সরকারী কিন্ডার গার্ডেন, বিভিন্ন দোকানের সামনের ফুটপাত ও রাস্তা কতিপয় অর্থলোভী, দুষ্কুতিকারীরা দখল করে আছে। ২২ জুলাই মঙ্গলবারের মধ্যে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করা না হলে ২৩ জুলাই শোয়া কর্মসূচী অনুষ্ঠিত হবে।
জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খানের পরিচালনায় সভায় বিভিন্ন মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ্জ মুখতার আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, দপ্তর সম্পাদক কালিপদ সূত্রধর, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আল-আমিন আহমদ, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি ও সাহিত্যিক কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, অর্থ সম্পাদক পিযোষ মোদক, দপ্তর সম্পাদক সাগর দে, সহ-দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া, সহ-ধর্ম সম্পাদক মোঃ তাজউদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক দিলীপ আচার্য, সিলেট জেলা কমিটির প্রচার ও যোগাযোগ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ধর্ম সম্পাদক মোঃ শুয়াইব আহমদ, নেতৃবৃন্দদের মধ্য থেকে মোঃ মহিবুর রহমান মুহিব ও ফয়েজ হাসান।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302