
গণঅভ্যুত্থানের বার্ষিকীতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এবং রিকশা , ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে আগামীকাল ২২ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় মদিনা মার্কেটস্হ কালিবাড়ী পয়েন্টে জমায়েত শেষে মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর এবং রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল ২১ জুলাই গণমাধ্যমে দেযা এক যুক্ত বিবৃতিতে আগামীকাল মঙ্গলবার গণঅভ্যুত্থানের বার্ষিকীর মিছিল ও সমাবেশ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।