• ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে সফর, ১৪৪৭ হিজরি

এমসি কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠন

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
এমসি কলেজে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠন

সিলেটের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজে ০৩ (তিন) বছর মেয়াদে ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ গঠিত হয়েছে। কলেজ কর্মচারীদের অধিকার রক্ষা, কল্যাণ সাধন এবং কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যেই এই শক্তিশালী কমিটি গঠিত হয়েছে বলে কলেজ সূত্রে জানা গেছে। এই নতুন কমিটি গঠনকে কলেজের কর্মচারী সমাজে এক নতুন দিগন্তের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৯ জুলাই অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে। ওই সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে পুর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। এই ধারাবাহিকতায় গত ২২ জুলাই তারিখে এই সভায় ২৯ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি সর্বসম্মতিক্রমে মনোনীত হয়। যা আগামী ০৩ বছরের জন্য কার্যকর থাকবে।

মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক অফিসিয়াল নথিতে এই নবগঠিত কমিটির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। নবগঠিত এই পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সঞ্জয় কুমার দে। তাঁর সাথে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোঃ সাজু মিয়া। সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন জনাব অরবিন্দু দাস, জনাব মোঃ মুসলেক আহমদ এবং জনাব মোঃ রাজু মিয়া। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জনাব মোঃ ফয়ছল আহমদ। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদকের পদে রয়েছেন জনাব প্রভাত মালাকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জনাব মোঃ রুহুল আমিন।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ হেলাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হুমায়ুন রশিদ ও সত্যন্দ্র দেবনাথ এবং মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্রী জয়শ্রী চক্রবর্ত্তী, পরিষদের কোষাধ্যক্ষ হয়েছেন মোঃ ইসতিয়াক হোসেন, পিকলু মালাকার সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

দপ্তর সম্পাদক পদে মোঃ জাকির হোসেন রয়েছেন, সহ-দপ্তর সম্পাদক মোঃ মিনোয়ার হোসেন রাহাত, মোঃ ইকবাল হোসেন, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক হয়েছেন রতন দত্ত, মিসবাহুদ্দুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাদল দেবনাথ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল মান্নান, পারভেজ হাসান ও মোঃ নজরুল ইসলাম অপু।

এছাড়াও কমিটিতে আরও ছয়জন সদস্য হলেন: মোঃ আব্দুল করিম, নিখিল মালাকার, মোঃ হেলাল মিয়া, মোঃ সায়েদ আহমদ, মোঃ রাজন মিয়া, মোঃ বাদল আহমদ।

এই নবগঠিত ৩য় ও ৪র্থ শ্রেণি কর্মচারী সমন্বয় পরিষদ কলেজের কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করছে। ৩ বছর মেয়াদী এই কমিটি কলেজের কর্মচারী সমাজের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করবে বলে মনে করা হচ্ছে।