• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কৃষক আনোয়ার আলী হত্যা মামলার রায় ঘোষণা একই পরিবারের ৩ জনের চৌদ্দ বছর করে কারাদন্ড ও জরিমানা

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
কৃষক আনোয়ার আলী হত্যা মামলার রায় ঘোষণা একই পরিবারের ৩ জনের চৌদ্দ বছর করে কারাদন্ড ও জরিমানা

স্টাফ রিপোর্টার: ২০২৪ সালের ১০ আগষ্ট সিলেটের ওসমানীনগর থানার বরায়া কাজীরগাঁও গ্রামের কৃষক আনোয়ার আলী হত্যা মামলার রায় ঘোষনা করা হয়েছে। গতকাল সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের মনির উদ্দিন আহমদ পাটোয়ারী এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মামলায় মোট আসামী ছিলেন ৩ জন। তিন জনকে চৌদ্দ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। তারা হলেন- ওসমানীনগর থানার বরায়া কাজীরগাঁও গ্রামের মৃত কাজী ইকবাল আহমদের পুত্র কাজী আকিব ইকবাল, একই পরিবারের তাহার আপন বোন কাজী সাইমা জেরিন অর্ণি এবং তাহার মাতা খাতিজা চৌধুরী। আসামীগনকে ১৪ বছর করে সশ্রম কারাদন্ড ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০/০৮/২০২৪ ইং তারিখে ওসমানীনগর থানাধীন বরায়া গ্রামের আনোয়ার আলী তাহার খরিদা ভূমিতে হাল চাষ শুরু করিলে আসামীগন তাহাদের মৌরসী ভূমিতে হাল চাষ করিতে নিষেধ প্রদান করে কিন্তু আনোয়ার আলী হালচাষ করিতে থাকিলে উক্ত আসামীগনসহ অজ্ঞাতনামা আসামীগন ছুরি দিয়ে হামলা চালায়। এতে আনোয়ার আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উদ্ধার পূর্বক স্থানীয় ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। উক্ত ঘটনায় নিহত আনোয়ার আলীর স্ত্রী মোছাঃ আরবি বেগম বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলার নং-১২ তারিখ ১১/০৮/২০২৪ ইং। ধারা: ৩০২/৩৪ দ:বি:। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস. আই. ওসমান গনি পাঠান গত ১৪/১১/২০২৪ ইং তারিখে আদালতে চার্জশীট দাখিল করিলে আসামীদের অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু হয়। স্বাক্ষীদের জবানবন্দি, বাদী-বিবাদী পক্ষে দীর্ঘ যুক্তিতর্ক ও স্বাক্ষ্যগ্রহণ শেষে আসামীগণের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গতকাল সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মনির উদ্দিন আহমদ পাটোয়ারী এ রায় ঘোষণা করেন। পলাতক আসামীগণের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট পিপি মিসবাহ উদ্দিন সিরাজ এবং আসামীপক্ষে স্ট্যাট ডিফেন্স হিসাবে মামলা পরিচালনা করেন মোঃ ওলিউল্লাহ মারুফ এডভোকেট ও মোঃ মমিনুল হক এডভোকেট।