• ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জুলাই পদযাত্রায় সিলেটে আসছেন নাহিদ, হাসনাত, সারজিসরা

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
জুলাই পদযাত্রায় সিলেটে আসছেন নাহিদ, হাসনাত, সারজিসরা

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার সিলেটে জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে অংশ নিতে সিলেট আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সিলেট নগরের জিন্দাবাজারে হোটেল গোল্ডেন সিটিতে সংবাদ সম্মেলন করে এনসিপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান। এসময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরীসহ নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বলা হয়, এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই পদযাত্রায় অংশ নিতে আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেট এসে পৌঁছাবেন। পরে বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জুলাই পদযাত্রা শুরু করবেন। পদযাত্রা নগরের শহীদ মিনার থেকে শুরু হয়ে আম্বরখানা পয়েন্ট ঘুরে, সুবিদবাজার, রিকাবীবাজার, লামাবাজার, মির্জাজাঙ্গাল, তালতলা, বন্দরবাজার, জিন্দাবাজার পয়েন্ট ঘুরে ফের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

জুলাই পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান বলেন, ‘প্রথমবারের মতো কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেটে কর্মসূচিতে আসছেন। পদযাত্রী নির্বিঘ্নে সম্পন্ন করতে এরই মধ্যে আমরা প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রশাসনকেও অবগত করা হয়েছে।’

তিনি সিলেটবাসীকে পদযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘সবাইকে আহ্বান জানাই আমাদের সঙ্গে একাত্ম হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করুন। আপনাদের স্বতষ্ফুর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছি।’