ডেস্ক নিউজ : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় দুই পক্ষে ২০ জন আহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে সোনাপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
কবির উদ্দিন উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা নুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পূর্ব বিরোধকে কেন্দ্র করে গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে, তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুত্ব আহত কবির উদ্দিন কে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কবির উদ্দিন মারা যায়।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক। তিনি জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302