• ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে সফর, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

ডেস্ক নিউজ: সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা এলাকায় অভিযান চালিয়েছে বিজিবি। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও ইলেকট্রিক সামগ্রীর চালান জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) গভীর রাতে নারায়নতলা বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসছিল কারবারিরা।

বিজিবি জানায়, সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ পণ্যগুলো জড়ো করা ছিল। অভিযানের তথ্য পেয়ে পাচারকারিরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে, কসমেটিকস, প্রিন্টারের কালি, নটিফায়ার অপটিক্যাল ইন্ডাক্টর, কজিক অ্যাসিড, কফি এবং মাল্টিভিটামিন রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১০ হাজার ৫০০ টাকা বলে ধারনা করছে বিজিবি।

সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লে. ক. জাকারিয়া কাদির বলেন, ‘সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। জব্দকৃত পণ্যগুলো শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’